শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে ধান কাটা মেশিন বিতরণ 

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ীতে কৃষকদের মাঝে ধান কাটা মেশিন বিতরণ 

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে দুজন কৃষকের মধ্যে ধান কাটা দুটি মেশিন বিতরণ করেন।

বুধবার (৮ মে) উপজেলা চত্ত্বরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল কামাহ তমালের নির্দেশে উপজেলা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউপির তাহের মণ্ডলের পুত্র কৃষক মো. এনামুল হক ও কাহিজাল ইউপির চকিয়াপাড়া গ্রামের তৈয়ব উদ্দীনের পুত্র কৃষক মো. আনসারুল ইসলামকে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকরণ প্রকল্পের উন্নয়নের আওতায় ৫০% ভর্তূকি কার্যক্রমের আওতায় কম্বাইন হারভেস্টার মেশিনের চাবি তুলে দেন। 

এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তারসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়ার সাংবাদিকরা। আয়োজনে ছিলেন ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

টিএইচ